১৭ জুলাই
অবয়ব
<< | জুলাই | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০২৫ |
১৭ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৮তম (অধিবর্ষে ১৯৯তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১০৫৪ - সম্রাট তৃতীয় হেনরির পুত্র চতুর্থ হেনরির অভিষেক হয়।
- ১৪২৯ - দাউফিন ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন।
- ১৭১২ - ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে।
- ১৭৬২ - দ্বিতীয় ক্যাথেরিন রাশিয়ার জার মনোনীত হন।
- ১৭৯০ - টমাস সেইন্ট প্রথম সেলাই কলের পেটেন্ট করেন।
- ১৮২১ - স্পেন আনুষ্ঠানিকভাবে ফ্লোরিডাকে আমেরিকার কাছে হস্তান্তর করে।
- ১৮২৩ - গভর্নর জেনারেল জন এ্যাডামের প্রস্তাব অনুসারে কলকাতায় সাধারণ শিক্ষা সমিতি গঠিত হয়।
- ১৮৫৫ - পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপিত হয়।
- ১৮৬১ - কংগ্রেস কাগজের নোট অনুমোদন করে।
- ১৯০০ - ব্রিটিশ ম্যাগাজিন পাঞ্চ প্রকাশিত হয়।
- ১৯২৮ - মেক্সিকোর রাষ্ট্রপতি পেনারে আলভারো ওবরেগন আততায়ীর গুলিতে নিহত।
- ১৯৪২ - স্তালিনগ্রাদের যুদ্ধ শুরু।
- ১৯৪৫ - সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা পটসডাম সম্মেলনে যোগ দেন।
- ১৯৫৫ - ক্যালফোর্নিয়ায় ডিজনিল্যান্ড উদ্বোধন হয়।
- ১৯৬৩ - স্পেনে গৃহযুদ্ধ শুরু।
- ১৯৬৮ - ইরাকে ১৭ জুলাই বিপ্লব সংঘটিত হয়। আবদুর রহমান আরিফ ক্ষমতাচ্যুত হন এবং বাথ পার্টি ক্ষমতায় আসে।
- ১৯৭৩ - আফগানিস্তানের শেষ বাদশাহ মুহাম্মদ জহির শাহের পতনের মধ্য দিয়ে দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটে।
- ১৯৭৬ - পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার ২৭ তম প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- ১৯৭৭ - বাংলাদেশের কর্ণফুলীর মোহনায় জেটি চালু হয়।
জন্ম
[সম্পাদনা]- ১৪৮৭ - পারস্যের শাহ ইসমাইলের জন্ম।
- ১৮৩১ -মনোমোহন বসু, বিশিষ্ট বাঙালি নাট্যকার ও লেখক। (মৃ.০৪/০২/১৯১২)
- ১৮৮৮ – শমুয়েল ইউসেফ অ্যাগনন, ইউক্রেনীয়-ইসরায়েলি ঔপন্যাসিক, ছোট গল্প লেখক এবং কবি, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৭/০২/১৯৭০)
- ১৮৯৪ - জর্জ ল্যমেত্র্, বেলজীয় বিশ্বতত্ত্ববিদ। (মৃ. ১৯৬৬)
- ১৮৯৯ - জেমস ক্যাগনি, মার্কিন অভিনেতা ও নৃত্যশিল্পী। (মৃ. ১৯৮৬)
- ১৯০০ - খ্যাতনামা সেতারবাদক নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী। (মৃ.১৯৪০)
- ১৯০৬ - বিজন ভট্টাচার্য, একজন বাঙালি নাট্যব্যক্তিত্ব। (মৃ.১৯/০১/১৯৭৮)
- ১৯১২ - সংগীত, নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী অমিতা সেন (আশ্রমকন্যা)। (মৃ.২২/০৮/২০০৫)
- ১৯১৩ - বিখ্যাত ফরাসী দার্শনিক রুজে গারুদী ফ্রান্সের মার্সাই শহরে জন্ম গ্রহণ করেন।
- ১৯৩০ - শচীন ভৌমিক, হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার । (মৃ.১২/০৪/২০১১)
- ১৯৩৫ - ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও মডেল।
- ১৯৩৫ - ডোনাল্ড সাদারল্যান্ড, কানাডীয় অভিনেতা।
- ১৯৪৪ - কার্লোস আলবার্তো তোরেস, ব্রাজিলীয় ফুটবলার। (মৃ. ২০১৬)
- ১৯৪৯ - মহম্মদ হাবিব, ভারতীয় ফুটবলার। (মৃ.২০২৩)
- ১৯৫৪ - জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলে জন্মগ্রহণ করেন।
- ১৯৬০ - কিম বার্নেট, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৭২ - ইয়াপ স্টাম, ওলন্দাজ ফুটবলার।
- ১৯৭৫ - নিউজিল্যান্ডের ক্রিকেটার আন্দ্রে এডামস জন্মগ্রহণ করেন।
মৃত্যু
[সম্পাদনা]- ১৭৯০ - অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ। (জ. ১৭২৩)
- ১৮৩৫ - টিরট সিং, মেঘালয়ের খাসি জনগোষ্ঠীর প্রধান। (জ.১৮০২)
- ১৯০২ - বোলেস্ল, পোল্যান্ডের রাজা।
- ১৯১২ - অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
- ১৯১২ - ঝুল অঁরি পোয়েকার, ফরাসি গণিতবিদ ও পদার্থবিদ।
- ১৯৩১ - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, বাংলাদেশের মুসলিম জাগরণের কবি, ঔপন্যাসিক ও রাজনীতিবিদ।
- ১৯৮৪ - মালতী ঘোষাল, ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পী। (জ.১৭/১২/১৯০২)
- ১৯৮৫ - কলকাতা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সুভো ঠাকুর। (জ.১৯১২)
- ১৯৯২ - কানন দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং গায়িকা। (জ. ১৯১৬)
- ২০১৯ - স্বরূপ দত্ত, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। (জ.১৯৪১)
- ২০২০ - এমাজউদ্দিন আহমদ, বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। (জ. ১৯৩৩)
- ২০২০ - জন লুইস, আমেরিকান রাজনীতিবিদ এবং নাগরিক অধিকার নেতা। (জ. ২১/০২/১৯৪০)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস আজ।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ১৭ জুলাই সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |