বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:সাধারণ বিচারবুদ্ধি ব্যবহার করুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিপিডিয়ায় অনেক নিয়ম রয়েছে। তবে প্রতিটি নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলার চেয়ে, সম্পাদনা করার সময় সাধারণ জ্ঞান প্রয়োগ করা অধিক গ্রহণযোগ্য। নিয়ম মেনে চলতে গিয়ে যদি লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাহত হয়, তাহলে কখনও কখনও একটি নিয়ম উপেক্ষা করাই ভালো।

যদি কোনো অবদান কোনো নিয়মের সুনির্দিষ্ট ভাষার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবুও সেটা একটি ভালো অবদান হতে পারে। তেমনি, কেবলমাত্র কিছু বিরূপ কার্যকলাপ লিখিত নিয়মে নিষিদ্ধ নেই বলে সেটা ভালো কিছু হবে, এমনটা ধরে নেওয়া উচিত নয় (যেমন, কোনো বিষয় প্রমাণ করতে উইকিপিডিয়ায় বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়)। নিয়মের উদ্দেশ্য বা মূলনীতি তার সুনির্দিষ্ট ভাষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

শুধুমাত্র "সব নিয়ম উপেক্ষা করো" নীতিটি ব্যবহার করলেই কাউকে এটা বিশ্বাস করানো যাবে না যে আপনি সঠিক ছিলেন। এজন্য আপনাকে বাকিদের বোঝাতে হবে যে আপনার কাজগুলো উইকিপিডিয়ার উন্নতিতে সহায়ক হয়েছে। এই ধারণার দক্ষ প্রয়োগ এমনভাবে হওয়া উচিত যে এটি তেমনভাবে কারো নজরে না আসে, বরং স্বাভাবিক মনে হয়।

এই নীতিকে অতিরিক্ত আগ্রাসীভাবে ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। আপনি আপনার নিজের কাজের ব্যাখ্যা দিতে "এটা আমার কাছে সাধারণ জ্ঞানের মতো মনে হয়েছে" বলতে পারেন, তবে অন্যদের সাধারণ জ্ঞানের অভাব রয়েছে এমন কোনো ইঙ্গিত দেওয়া থেকে বিরত থাকুন, কারণ এটি অসৌজন্যমূলক বলে বিবেচিত হতে পারে।

Why isn't this page an official policy?

[সম্পাদনা]

If you need to be told that this is a rule, you've missed the point entirely.

আরও দেখুন

[সম্পাদনা]
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy