বিষয়বস্তুতে চলুন

মুক্ত সফটওয়্যার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফ্রি সফটওয়্যার থেকে পুনর্নির্দেশিত)
মুক্ত সফটওয়্যার
গ্নু/লিনাক্স ডিস্ট্রিবিউশন এ প্রায় সকল ক্ষেত্রে মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হয়।[] কিন্তু খুব কম সংখ্যক ডিস্ট্রিবিউশন রয়েছে যেগুলো পূর্ণাঙ্গভাবে মুক্ত সফটওয়্যার ফাউন্ডেশনের নির্ধারিত নীতিমালা মেনে চলে। এধরণের ডিস্ট্রিবিউশনের মধ্যে অন্যতম হল জিনিউসেন্স[]

মুক্ত সফটওয়্যার বা লিব্রেসফটওয়্যার হল এমন এক ধরনের সফটওয়্যার যা ব্যবহারকারীকে এটা ব্যবহার, অধ্যয়ণ এবং সম্পাদনা করার পূর্ণ স্বাধীনতাপ্রদান করে। এমনকি এই সফটওয়্যার গুলো কপি বা বিতরণ করার জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে, এবং বিতরণের কপিটি হতে পারে সফটওয়্যারটির মূল সংস্করণ বা পরিবর্তীত কোন সংস্করণ। কোনো কোনো বিশেষ ক্ষেত্রে এই সফটওয়্যারগুলো বিতরণের প্রেক্ষীতে কিছু বিধি-নিষেধ আরোপ করা হয় যেন গ্রহীতারা সফটওয়্যার ব্যবহার বা পরিবর্তন করার ক্ষেত্রে একই ধরনের সুবিধা পায়। মুক্ত সফটওয়্যার সমূহ সাধারণত বিনামূল্যে পাওয়া যায়, তবে ক্ষেত্র বিশেষে মূল্য পরিশোধ করতে হতে পারে। যেমন সফটওয়্যারটি সিডিতে বিতরণ করা হলে সফটওয়্যার সম্বিলিত সিডি মূল্যের বিনিময়ে গ্রহণ করতে হতে পারে।

কোনো সফটওয়্যার যদি মুক্ত সফটওয়্যার হিসাবে বিতরণ করা হয়, তবে একই সাথে এর গ্রহীতার উৎস কোড পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। এই উৎসকোড এমন ভাবে লেখা থাকতে হবে যেন এটি মানুষের পড়ার উপযোগী হয় এবং কোডের লাইসেন্সে উপরে উল্লেখিত অধিকারগুলো নিশ্চিত করতে হবে। লাইসেন্স হিসাবে মুক্ত সফটওয়্যার লাইসেন্স ব্যবহার করা যেতে পারে অথবা এটি পাবলিক ডোমেইনে প্রকাশেরও সুযোগ রয়েছে।

রিচার্ড স্টলম্যান ১৯৮৩ সালে প্রথম মুক্ত সফটওয়্যার আন্দোলন শুরু করেন। কম্পিউটার ব্যবহারকারীদের "সফটওয়্যার স্বাধীনতা" দিতেই মূলত তিনি এই কাজে উদ্যোগী হন।[] ১৯৮৫ সালে স্টলম্যান ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন প্রতিষ্ঠান করেন, এর মাধ্যমে তিনি মুক্ত সফটওয়্যারের ধারণাটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করেন।

১৯৯৮ সাল থেকে উন্মুক্ত উৎসের উৎস শব্দের বিপরীত হিসাবে onward শব্দটি ব্যবহার শুরু হয়। সাধারণভাবে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে রয়েছে সফটওয়্যার স্বাধীনতা, মুক্ত ও উন্মুক্ত উৎসের সফটওয়্যার, ফ্রি লিব্রে এবং মুক্ত উৎস সফটওয়্যার । FLOSS এর সুরক্ষা এবং কার্যক্রমের সহায়ক হিসাবে সফটওয়্যার স্বাধীনতা আইনকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। বিশেষ বানিজ্যিক সফটওয়্যার সমূহে কিছু স্বাধীনতা দেয়া হয়, অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো উন্মুক্ত উৎস সফটওয়্যার। সাধারনের মাঝে একটি ভুল ধরনা প্রচলিত আছে যে, কোনো সফটওয়্যার মুক্ত বা মালিনাকাধীন হোক না কেন সেখানে কোন এক ধরনের স্বাধীনতা দেয়া হয়ে থাকে। মুক্ত বাণিজ্যিক সফটওয়্যারের একটি উদাহরণ হল জিএনএটি

ইতিহাস

[সম্পাদনা]

নামকরণ

[সম্পাদনা]

সংজ্ঞা

[সম্পাদনা]

মুক্ত সফটওয়্যারের উদাহরণ

[সম্পাদনা]

মুক্ত সফটওয়্যার লাইসেন্স

[সম্পাদনা]

বিভিন্ন ধরনের লাইসেন্স

[সম্পাদনা]

নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা

[সম্পাদনা]

মুক্ত সফটওয়্যার বিক্রি করা

[সম্পাদনা]

অনলাইনে ফ্রী সফটওয়্যার বিক্রি করে আয় করা মূলত অপরাধ। তবে সফটওয়্যার সংবলিত একটি সিডি কিংবা ডিভিডি বিক্রি করলে সে ক্ষেত্রে শুধু সিডি কিংবা ডিভিডি’র মূল্য কিংবা আংশিক লাভে বিক্রি করতে পারবে।

বাণিজ্যিক কাজে গ্রহণ করা

[সম্পাদনা]

সমালোচনা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Explaining Why We Don't Endorse Other Systems - GNU Project - Free Software Foundation"। Gnu.org। সংগ্রহের তারিখ ২০১০-০৮-২২ 
  2. "GNU/Linux Distros - GNU Project - Free Software Foundation"। Gnu.org। সংগ্রহের তারিখ ২০১০-১২-২৮ 
  3. "GNU project Initial Announcement" 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy